হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
হালিম আল রাজী || রাইজিংবিডি.কম
হিলি প্রতিনিধি : ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওজনে কম হওয়াকে কেন্দ্র করে ভারতীয় ট্রাক চালকদের অবরোধের কারণে হিলি স্থলবন্দর দিয়ে দু-দেশের মাঝে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এর আগে সকালে বন্দরের ভেতর হতে ভারতীয় খালি ট্রাক বের হয়ে আবারো ভারতে চলে যায়।
ভারতীয় ট্রাক চালকরা রাইজিংবিডিকে বলেন, ‘আমরা ভারত থেকে বাংলাদেশে যে আমদানিকৃত পণ্য ট্রাকে করে নিয়ে আসি, সেসব পণ্যের ওজনে যে পরিমাণ কম হবে, তা যেন আমাদের চালানে লিখে দেওয়া হয়। তাহলে আমরা গাড়ি নিয়ে ভারতে চলে যাবো। কিন্তু দেখা যাচ্ছে ওজনে একশ কেজি কম হলে সেখানে দুশো কেজি কমের কথা লিখে চালানে দেওয়া হচ্ছে এতে করে আমাদের ভাড়া থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। তাই যতক্ষণ পর্যন্ত এ সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত বন্দর থেকে খালি ট্রাক বের হবে না। অপরদিকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করবে না।’
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক জামিল হোসেন চলন্ত রাইজিংবিডিকে জানান, ভারতীয় ট্রাক চালকরা আমদানিকৃত পণ্যের ট্রাকের মেনিফিস্টে দেওয়া ঘোষণার চেয়ে দুশো থেকে তিনশ কেজি পণ্য কম নিয়ে বাংলাদেশে আসেন। এতে করে আমাদের পণ্য আমদানি কারকরা ক্ষতির মুখে পড়ছে। দীর্ঘদিন এর প্রতিবাদ করলেও তারা এবিষয়ে কর্ণপাত করে না।
তিনি আরো জানান, আজকে এ ঘটনার প্রতিবাদ করায় ভারতীয় ট্রাক চালকরা বন্দরের ওপারে ভারত অংশের হিলিতে সড়কে ট্রাক দিয়ে সড়ক অবরোধ করে রাখে। এ কারণে হিলি স্থলবন্দর দিয়ে কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ করেতে পারেনি।
তবে এ বিষয়ে চালকদের সঙ্গে আলোচনার চেষ্টা করা হচ্ছে। অচিরেই সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাইজিংবিডি/হিলি/৩০ জুন ২০১৫/হালিম আল রাজী/সনি
রাইজিংবিডি.কম